ওটিটি কনটেন্ট নির্মাণ বিষয়ক ইন্টারএ্যাকটিভ আলোচনা
- Published at: December 10, 2021
সম্মানীত সদস্য
আগামী ১১ ডিসেম্বর ২০২১ থেকে ০১ জানুয়ারি ২০২২ পর্যন্ত প্রতি শনিবার ”ওটিটি কনটেন্ট নির্মাণ বিষয়ক ইন্টারএ্যাকটিভ আলোচনা’র আয়োজন করা হচ্ছে। আপনাদের আন্তরিক অংশগ্রহণ প্রত্যাশা করছি।
অংশগ্রহণ ফি :: ৩০০ টাকা মাত্র।
স্থান :: ডিরেক্টর’স গিল্ড সেমিনার রুম
সময় :: বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
সেশন :: প্রথম সেশন বিকাল ৪:০০–৫:২০ মিনিট। দ্বিতীয় সেশন ৫:৪০–৭ টা।
তারিখ | বিষয় | আলোচক |
১১.১২.২১ | স্ট্রেটেজি, পিচিং, প্রোডিউসারের দৃষ্টিকোণ | রেদোয়ান রনি
সরদার সানিয়াত হোসেন |
১৮.১২.২১
|
গল্পের রূপরেখা, বিষয়, আঙ্গিক, স্ক্রিপ্ট ডেভলাপ, স্টোরি লাইন | গিয়াস উদ্দীন সেলিম
রবিউল আলম রবি |
২৫.১২.২১ | প্রাকটিক্যাল প্রোডাকশন,
প্রোডাকশন ডিজাইন |
অমিতাভ রেজা চেীধুরী
রঞ্জন রাব্বানী |
০১.০১.২২ | আন্তর্জাতিক কো প্রোডাকশন, ফান্ডিং, ডিসট্রিবিউশন এবং ফেস্টিভাল স্ট্রেটেজি | আবু শাহেদ ইমন
জসিম আহমেদ |
১৫.০১.২২ | পরিচালকদের লাইভ পিচিং | চরকি, বিঞ্জ, বায়োস্কোপ, বঙ্গ বিডি |
৪ দিনের ইন্টারএ্যাকটিভ আলোচনা শেষে প্রত্যেক পরিচালক (যদি চায়) ১৫ জানুয়ারি ২০২২ তারিখে দেশের ওটিটি প্লাটফর্মের কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি পিচ করার সুযোগ থাকবে।
নিবন্ধনের জন্য আপনার নাম ও আইডি নং লিখে এসএমএস করুন গিল্ডের অফিসিয়াল নম্বরে- ০১৭৩৩ ৭৯৮১৪৩
বিশেষ প্রয়োজনে
মোস্তফা মনন ০১৮১৯১৫৯৯৮৬
ইমেল হক ০১৬১৫৯৯৯১৯
গোলাম মুক্তাদির শান ০১৮১৯৪৫৮৬৬৩
আয়োজনে: ডিরেক্টর’স গিল্ড