Rewarded and Website opening Program
- Published at: June 3, 2018
১ জুন ২০১৮ শুক্রবার বি এ এফ শাহীন হলে উদযাপিত হলো ডিরেক্টরস গিল্ডের ২য় ইফতার পার্টি এবং ডিরেক্টরস গিল্ডের সদস্যদের মধ্যে যারা ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে তাদের সন্মাননা প্রদান করা হয় । এবার সন্মাননা দেওয়া হয় :
১। শহীদুজ্জামান সেলিম
২। তৌকীর আহমেদ
৩। অমিতাভ রেজা চৌধুরী
৪। মেহের আফরোজ শাওন
এছাড়াও উদ্বোধন হলো Directors Guild এর website এবং youtube চ্যানেল। ইউনিভার্সেল হাসপাতাল এবং ওয়াটার ফল রেস্টুরেন্ট, ঢাক্কা কুইজিন এর সাথে পার্টনারশিপ চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে গিল্ডের সদস্যদের বিশেষ ডিসকাউন্ট দিবে উক্ত প্রতিষ্ঠান গুলো ।