সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হোক প্রতিবাদ

  • Published at: July 18, 2022

নড়াইলের লোহাগড়ায় সনাতন ধর্মালম্বীদের বাড়ি-ঘরে হামলায় ডিরেক্টরস গিল্ড এর নিন্দা

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে আকাশ সাহা নামের এক যুবকের “কথিত” ফেসবুক স্ট্যাটাসের কমেন্টকে কেন্দ্র করে ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানার অভিযোগ এনে সংঘবদ্ধ কিছু লোক সনাতন ধর্মালম্বীদের বাড়ি-ঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন ও ভীতিকর পরিস্থিতি তৈরী করেছে। তারা দেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বিঘ্নিত করতে চাচ্ছে।

আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করছি।

অতীতেও একটি বিশেষ মহল গুজব ছড়িয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল। এমনকি সাম্প্রতিক সময়ে শিক্ষক হেনস্তাতেও একই “গুজব হাতিয়ার” ব্যবহার করা হয়েছে।

আমরা স্পষ্ট বলতে চাই, কোন ব্যক্তি অপরাধ করে থাকলে এর দায় একান্তই তার নিজস্ব। এর জন্য কোন অবস্থাতেই সম্প্রদায় বা জাতিগোষ্ঠীকে দায়ী করা যায় না।

অবিলম্বে নড়াইলের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ভবিষ্যতে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, সহিংসতা কঠোর হাতে দমনের দাবি জানাই ।

ডিরেক্টরস গিল্ড