শ্রদ্ধেয় “মাসুম আজিজ” আর আমাদের মাঝে নেই

  • Published at: October 17, 2022

#শোক_সংবাদ
ডিরেক্টর’স গিল্ডের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, অভিনয়শিল্পী, নাট্যকার ও নির্মাতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক প্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আজ বিকেল ৩:৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল সকাল ১১ থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে। বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ডিরেক্টরস গিল্ড।