“শনিবার বিকেল” সেন্সর ছাড়পত্র না দেওয়ার জন্য ডিরেক্টরস গিল্ডের প্রতিবাদ
- Published at: September 4, 2022
তিন বছরের বেশি সময় ধরে শনিবার বিকেল সেন্সর ছাড়পত্র পাচ্ছে না, এটা মুক্তচিন্তার জন্য সবচেয়ে বড় বাঁধা। সেন্সর বোর্ড এই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র কেনো দিচ্ছে না, তা আমাদের কাছে পরিস্কার না।
প্রায় ধ্বংস হতে যাওয়া সিনেমা যে কয়েকজন পরিচালক এখনো আশার আলো দেখাচ্ছে, যে ক’জন পরিচালক আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলা চলচ্চিত্রকে বিশেষ ভাবে পরিচয় করাতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী অন্যতম।
তাঁর প্রায় সব সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে গুরুত্বের সাথে প্রদর্শন করা হয়। অনেক সিনেমা পুরস্কৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের। ২০১৯ সালে ‘শনিবার বিকেল’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪১তম আসরে রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমেরসান্ত পুরস্কার সহ আরো অনেক উৎসবে পুরস্কৃত হয়। এছাড়া বুসান ও সিডনি সহ আরো অনেক উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় “শনিবার বিকেল”।
বাংলাদেশেও আমরা “শনিবার বিকেল” সিনেমাটি দেখতে চাই। বাংলা সিনেমা উন্নতির ধারা অব্যহত রাখার জন্য “শনিবার বিকেল” এর সেন্সর ছাড়পত্র না দেওয়ায় প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমান সেন্সর আইনের পরিবর্তে সেন্সর গ্রেডেশন পদ্ধতি চালুর দাবী জানাচ্ছি।
কার্যনির্বাহী পরিষদ
ডিরেক্টরস গিল্ড